মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর ‘ইউএনও’কে বিদায় সংবর্ধনা

ভূঞাপুর ‘ইউএনও’কে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুর রহমানের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুকুমার চন্দ্র দাস, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ প্রমুখ।

এরআগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এই তিন কর্মকর্তার বিদায়ে উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন দপ্তর থেকে ফুলেল ফুভেচ্ছা জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -