শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর-গোপালপুরে দুর্গোৎসবে বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদের আর্থিক অনুদান

ভূঞাপুর-গোপালপুরে দুর্গোৎসবে বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদের আর্থিক অনুদান

প্রতিনিধি, ভূঞাপুর: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর দুই উপজেলায় প্রায় শতাধিক পূজামণ্ডপগুলোতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় ভূঞাপুর পৌরসভা কার্যালয় চত্বরে আয়োজিত টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নিজস্ব অর্থায়নে অনুদান প্রদান করা হয়।

এরআগে সকালে গোপালপুর উপজেলা পৌর শহরের নন্দনপুর আনন্দময়ী কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

অনুদান পেয়ে ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজার কালীমন্দিরের সভাপতি জীবন চন্দ্র দাস, ফলদা কালীমন্দিরের সভাপতি আনন্দ চন্দ্র রায় বলেন, মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ মহোদয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দুর্গোৎসবে আর্থিক অনুদান দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক, পৌরসভা মেয়র মো. রকিবুল হক ছানা, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরন কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -