শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

ভূঞাপুর দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

ফরমান শেখ এলিন, ভূঞাপুর প্রতিনিধিঃ “আসুন দুর্নীতি বাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই স্লোগানকে নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বাগবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটির আনুষ্ঠিকতার উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ সরকার, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ভূঞাপুর একাংশ প্রেসক্লাবের সভাপতি মো. আতোয়ার রহমান মিন্টু, সাংবাদিক আখতার হোসেন খান, আব্দুল আলীম আকন্দ, মো. ইব্রাহীম ভূইয়া প্রমুখ। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দসহ এলাকার ব্যক্তিবর্গ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -