ভূঞাপুর প্রতিনিধি: “পরিবেশ বান্ধব চাষাবাদ নিরাপদ বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং পোকা-মাকড় প্রকৃতিক দমনের লক্ষে কৃষকদের উদ্বদ্ধু মাধ্যমে” টাঙ্গাইলের ভূঞাপুরে পার্চিং কার্যক্রম শুরুসহ পার্চিং উৎসব পালন করছে ভূঞাপুর কৃষি অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ই মার্চ) সকাল ১১টায় উপজেলার ফলদা ইউনিয়নের প্রায় ২৫টি ব্লকে কৃষকদের নিয়ে পার্চিং উৎসব পালন করা হয়। এতে উপস্থিত বলেন, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান প্রমুখসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় কৃষক-কৃষাণী সংগঠনের ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় কৃষি অফিসার জিয়াউর রহমান কৃষকদের উৎসাহিত করে বলেন, ধানক্ষেতে পার্চিং করলে ক্ষতিকারক পোকা-মাকড় থেকে ধানের মাইজপাতা রক্ষা পায়। ধানের ফলনটাও ভাল হয়। তিনি বলেন, পার্চিৎ উৎসব কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার প্রতিটি ব্লকে পার্চিৎ উৎসব করার কার্যক্রম চলমান থাকবে।