ফরমান শেখ এলিন, ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ৪৬ তম শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করে ভূঞাপুর প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন, দৈনিক আমাদেরসময়ের প্রতিনিধি সিরাজুল ইসলাম কিসলু, দৈনিক ভোরেরপাতা প্রতিনিধি আনোয়ার হোসেন বকুল, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শফিকুল ইসলাম শাহীন, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অভিজিৎ ঘোষ, যুগধারা প্রতিনিধি আসাদুল খান, দৈনিক ভোরেরডাক প্রতিনিধি আব্দুর রশিদ প্রমুখ।