শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে অপহরণের ৯দিন পর মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

মধুপুরে অপহরণের ৯দিন পর মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অপহরণের ৯দিন পর মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) মধুপুর বন থেকে তানিম (৮) এর মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানিম মুক্তাগাছা শহরের টঙ্গি পাড়া এলাকার জসিম উদ্দিন ফরাজীর ছেলে ও স্থানীয় মাদ্রাসাতুস সুফ্ফা’র নাজেরা বিভাগের ছাত্র তানিম।
পুলিশ সূত্রে , গত ১৯ জুলাই বুধবার বিকেলে মাদ্রাসার সামনে থেকে তানিমকে অপহরণ করা হয়।
এ ঘটনায় তানিমের বাবা জসিম বাদী হয়ে মুক্তাগাছা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পরে রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুপুর বন থেকে তানিমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -