জাহিদুল কবির, মধুপুর: মধুপুরে দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে সারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মঙ্গলবার ২৪ অক্টোবর মদন গোপাল আঙ্গিনার পুকুরে পৌরসভার ২৩টি দেবীমূর্তির বিসর্জন দেন। বিসর্জনের আগে তারা দেবী দূর্গার উপাসনা, রঙ দিয়ে হলি খেলা ও নেচে গেয়ে আনন্দ করে। আবার কেউ কেউ বিসর্জনের মায়ায় চোখের জলে বিদায় জানায় দেবি দূর্গাকে।
পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপন বলেন, দুর্গতিনাশিনী দেবী দূর্গা সকল ভক্তদের কাঁদিয়ে স্বামীগৃহ কৈলাশে ফিরে গেছেন। এর মধ্য দিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসবের সমাপ্তি ঘটে। বিসর্জন অনুষ্ঠানে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমায়েল কবির, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অলক কূমার চৌধুরী স্বপন প্রমূখ।