সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামধুপুরে পৌরসভায় সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন

মধুপুরে পৌরসভায় সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন

জাহিদুল কবির, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের আকাশী-ফুলবাড়ী সড়কের ১৫৮ মিটার রাস্তা পাকা করণ কাজ উদ্বোধন করা হয়েছে। মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান আজ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই কাজ উদ্বোধন করেন।

পৌরসভা সূত্র জানায়, পৌরশহরের আট নম্বর ওয়ার্ডের আকাশী ফুলবাড়ী পুরাতন জামে মসজদি সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দীর্ঘস্থায় নির্মানের প্রয়োজনে ২৩ লক্ষাধিক টাকা বরাদ্দের মাধ্যমে আরসিসি ঢালাই করার সিদ্ধান্ত নেন পৌর কর্তৃপক্ষ।পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ওই সড়কের নির্মান কাজ রোববার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর সভার কাউন্সিলর বেসর আলী ফকির, প্রকৌশলী সাইফুল ইসলাম তালুকদার, বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের দোখলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক তুলা, শ্রমিক লীগের সাবেক সভাপতি শামছুল হক, সাবেক কমিশনার বাদশা মিয়া, অটোটেম্পু মালিক শ্রমিক সমিতির সভাপতি শিমুল মন্ডল, শফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -