বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামধুপুরে বাজারদর স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

মধুপুরে বাজারদর স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

জাহিদুল কবির, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সভায় ব্যবসায়ি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সহকারি কমিশনার ভ‚মি মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক ও শরীফ আহমেদ নাসির, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -