Site icon News Tangail

মধুপুরে বাসচাপায় কিশোর জিহাদের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের চাপায় জিহাদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ মধুপুর উপজেলার বাসুদেব বাড়ীর মহাদাস এলাকার জাকির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি এমরানুল কবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। গোলাবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ‘বিনিময় সার্ভিস’ নামের ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়। তার বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ‘বিনিময়’ সার্ভিসের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, “দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে সড়কের পরিবেশ স্বাভাবিক।”

Exit mobile version