নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত রাবার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। বুধবার (২৭ জুন) দিনগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার চানপুর রাবার বাগান এলাকার আঙ্গারিয়ায় অভিযান চালায় এপিবিএন। এতে ৯৯ বস্তা রাবার উদ্ধার করা হয়।
উপজেলার চানপুর বাগান থেকে অপরিশোধিত কাঁচা রাবার অবৈধভাবে গোপনে সংগ্রহ করে বাগান এলাকার আঙ্গারিয়া গ্রামের মেম্বারবাড়ির অদূরে হলুদ ও ওষুধি বাগানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে দুর্বত্তরা। ময়মনসিংহের মুক্তাগাছার-২, আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র অপারেশন অ্যান্ড ইন্টিলিজেন্স টিমের কর্মকর্তা (পরিদর্শক) মো. কাইয়ুমের কাছে সংবাদটি পৌঁছলে ফোর্স নিয়ে তিনি উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় চানপুর রাবার বাগানের ব্যবস্থাপক ওলিউর রহমানও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এপিবিএন’র ওসি (অপারেশন) মো. কাইয়ুম জানান, অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলা হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানানো হবে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম অভিযান পরিচালনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।