শনিবার, নভেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামধুপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মধুপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহিদুল কবির, মধুপুর: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আনন্দ রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১নভেম্বর) দুপুরে মধুপুর অডিটোরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সাইদ খান সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য এডভোকেট মামুনুর রশীদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল মন্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -