রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামধুপুরে রাবার বাগান থেকে মুখ ঝলসানো যুবকের লাশ উদ্ধার

মধুপুরে রাবার বাগান থেকে মুখ ঝলসানো যুবকের লাশ উদ্ধার

জাহিদুল কবির, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি গড়াঞ্চলের রাবার বাগান থেকে মুখ ঝলসানো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ মার্চ) সকালে উপজেলার পীরগাছা রাবার বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের এক কিলোমিটার উত্তরে নেগাইরাচালা এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে ওই অজ্ঞাত যুবকের মুখমণ্ডল পুড়ানো অবস্থায় ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখতে পায় বাগানের লোকজন। পরে লাশ দেখার বিষয়টি জানাজানি হলে লোকজন ভিড় করেন ঘটনাস্থলে।

স্থানীয়দের ধারণা, হত্যার পর পরিচয় গোপন করতে দুর্বৃত্তরা লাশের মুখ পুড়িয়েছে। পরে রাবার বাগানের ড্রেন নিরাপদ ভেবে ফেলে রেখে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় মধুপুর থানার অফিসার (ওসি) ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -