রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামধুপুরে স্বামী সেজে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা : গণধর্ষণের নাটক!

মধুপুরে স্বামী সেজে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা : গণধর্ষণের নাটক!

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের মধুপুরে স্বামী সেজে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করানো এবং খদ্দেরের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের নাটক করে অবশেষে ফেঁসে গেলেন কথিত স্বামী রুবেল মিয়া নামের এক যুবক।

রুবেলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন মধুপুর থানা পুলিশ।

রুবেল উপজেলা কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরী গ্রামের আ.মালেকের ছেলে। তার কথিত স্ত্রী টাঙ্গাইল জেলা সদরের পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামের মেয়ে দেহ ব্যবসায়ী নিরালা।

খোঁজ নিয়ে জানা যায়, রুবেল নিরালাকে স্ত্রী পরিচয়ে মাস তিনেক ধরে ধামাবাশুরী গ্রামের বসবাস করে বিভিন্ন স্থানে দেহ ব্যবসা করে আসছিলে। তাদের চলাচল সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাড়িয়ে দেন। পরে মধুপুর পৌর শহরের কাঠালতলী মোড়ে বাসাভাড়া করে বসবাস শুরু করেন।

গত শুক্রবার রাতে রুবেল টাকার বিনিময়ে নিরালাকে নিজ গ্রামের দুই বন্ধুর নিকট দিয়ে আসে। কিন্তু ঐ রাতে পাশের গ্রামের আরো তিন বন্ধু নিরালাকে ছিনিয়ে নিয়ে রাতভর ধর্ষণ করে।

পরে রুবেল পুলিশের কাছে কথিত স্ত্রীকে অপহরণ ও গণধর্ষণ করা হয়েছে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশ অভিযান চালিয়ে রুবেলসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমুয়াটা গ্রামের হেলাল (২৬), রুবেল (৩০), ধামাবাশুরী গ্রামের জায়দুল (২৮), হাফিজুল (৩৪), সোহেল রানা (২৯) ও হাশিম (৩৩)।

পুলিশের এসআই ফখরুল ইসলাম ও আবু সালেক জানান, রুবেল স্বামী সেজে টাঙ্গাইলের এক দেহ ব্যবসায়ীকে দিয়ে কথিত স্ত্রী অপহরণ ও গণধর্ষণের অভিযোগ করেছিলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -