রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeদেশের খবরমরা গরুর মাংস বিক্রি, ২ ভাই আটক

মরা গরুর মাংস বিক্রি, ২ ভাই আটক

নিজস্ব প্রতিনিধি:বাগেরহাটে মরা গরু কেটে প্রকাশ্যে মাংস বিক্রি করছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনে জানালে দুই জনকে আটক ও দুই ড্রাম মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনা পালিয়ে গেছেন আরও একজন।

রোববার দুপুরে জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রাম থেকে আটক ও মাংস জব্দ করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের ডালিম ও আল আমিন। সম্পর্কে তারা দুই ভাই। তবে এ ঘটনায় তাদের আরেক ভাই পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিলো এই মরা গরুর মাংস। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে মরা ও অসুস্থ পশু কিনে পাঁচরাস্তা প্রশাসন মার্কেটে কম দামে মাংস বিক্রি করে আসছে।

তবে আটক ডালিম ও আল আমিন জানান, তারা মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত না। তিন ভাই সবাই আলাদা আলাদাভাবে ব্যবসা করেন। এই মাংস তাদের অপর ভাই হালিমের। সে ফেলে পালিয়ে গেছে।

শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই তাইজুল ইসলাম জানান, অভিযানে আটক দুই ব্যক্তি, গরুর মাংস থানা হেফাজতে রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযান চালানো হয়। বেশকিছু মাংস বিক্রিও করেছে তারা। অভিযান টের পেয়ে চক্রটি মাংসগুলো লুকানোর চেষ্টা করছিল।

এক পর্যায়ে মার্কেট থেকে কিছুটা দূরে বান্দাঘাটা স্লুইস গেট এলাকা থেকে দুটি ড্রামে ভরা প্রায় এক মণ মাংস, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়েছে। চক্রের দুই সদস্যকে আটক করা গেলেও একজন পালিয়ে গেছে। আটকদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -