শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরমর্মান্তিক সড়ক দূর্ঘটনায় টাঙ্গাইলের মাভাবিপ্রবি শিক্ষার্থী রিয়াদুর রহমান নিহত

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় টাঙ্গাইলের মাভাবিপ্রবি শিক্ষার্থী রিয়াদুর রহমান নিহত

সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রিয়াদুর রহমান শুক্রবার মহাখালী আই.ডি.ডি.আর.বি এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ঢাক্কায় নিহত হন।

শুক্রবার বাসা থেকে বের হয়ে মহাখালী আই.সি.ডি.ডি.আর.বি এর সামনে রিয়াদ বাসের ধাক্কা খেয়ে মৃত্যূ বরন করেন। তার কাছে কোন মোবাইল ফোন এবং মানি ব্যাগে কোন পরিচয় পত্র না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। ঘটনার পর স্থানীয় কিছু লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেওয়ারিশ লাশ হিসেবে ছবি আপলোড করে। এদিকে রিয়াদকে খুজে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরি করা হয়। এরপর পুলিশি তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশ সনাক্ত করে।

নিহত রিয়াদুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তারা তিন ভাই, তিন বোন। তার বাবা জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ফার্ম্মাসিউটিক্যাল কোম্পানির প্রসাশন বিভাগে চাকরি করতেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -