মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ৬ দফা দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা-কর্মীবৃন্দ। একই সঙ্গে সারাদেশে জেলা সদরে সকাল ১১টা থেকে প্রতীক অনশন পালন করেন তারা।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম দৈনিকশিক্ষাডটকমকে জানান, সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পালিত হয় প্রতীক অনশন কর্মসূচি।
অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মাহফুজা খানম। তিনি বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান এবং ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবী জানান।
বাংলাদেশ শিক্ষক সমিতির দাবির মধ্যে রয়েছ্।