শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরমানবিক পুরস্কার পেলেন ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম

মানবিক পুরস্কার পেলেন ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, গুজব প্রতিরোধ ও মানবিক এবং দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মাসিক অপরাধ দমন সভায় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ পুরস্কার প্রদান করেন।

ভূঞাপুর থানার অফিসার মো. রাশিদুল ইসলাম বলেন, থানা পুলিশ মানবতার পাশে রয়েছে এবং সে লক্ষে কাজ করে যাচ্ছে। মানবিকের এ পুরস্কার আমার একার নয়। থানার সকল পুলিশ কর্তকর্তা ও সকলের। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -