নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, গুজব প্রতিরোধ ও মানবিক এবং দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মাসিক অপরাধ দমন সভায় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ পুরস্কার প্রদান করেন।
ভূঞাপুর থানার অফিসার মো. রাশিদুল ইসলাম বলেন, থানা পুলিশ মানবতার পাশে রয়েছে এবং সে লক্ষে কাজ করে যাচ্ছে। মানবিকের এ পুরস্কার আমার একার নয়। থানার সকল পুলিশ কর্তকর্তা ও সকলের। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।