বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামাভাবিপ্রবিতে বিএনসিসি প্লাটুন হলো বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, বিশ্ববিদ্যালয়ের প্রাণ

মাভাবিপ্রবিতে বিএনসিসি প্লাটুন হলো বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, বিশ্ববিদ্যালয়ের প্রাণ

 

সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি এন সি সি প্লাটুন হলো বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, বিশ্ববিদ্যালয়ের প্রাণ । লিডারশীপ তৈরি, সামরিক প্রশিক্ষণ, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলাসহ নানা কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।

যে কোন ক্যাম্পে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি হয় সাংস্কৃতিক,খেলাধুলা,উপস্থিত বক্তৃতা, বিতর্কসহ আরো অনেক কিছু করে থাকে সংগঠনটি। এ সময় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ব্যাটালিয়ন, রেজিমেন্ট ও সেন্ট্রাল পর্যায়ে হয় সকল কার্যক্রমের প্রতিযোগীতা। আর সবার ভিতর থেকে বাছাই হয় বেস্ট প্লাটুন ও বেস্ট ক্যাডেট।হয় বিভিন্ন কার্যক্রমের পুরস্কার বিতরণী। সুতরাং সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্লাটুনটি তুলে ধরে প্রতিষ্ঠানটিকে।

যার কারনে প্লাটুনটিকে হতে হয় অনেক বেশী দক্ষ। যাতে তারা সুন্দরভাবে তুলে ধরতে পারে প্রতিষ্ঠানটিকে। বিশ্ববিদ্যালয়টি অর্জন করতে পারে সুনাম অর্জনের গৌরব। যার কারনে স্ব স্ব প্রতিষ্ঠানে নিয়মিত অনুশীলন করতে হয়। যোগ্য করে তুলতে হয় প্রত্যেক ক্যাডেটকে। যাতে তারা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পারে মনোমুগ্ধকর ভাবে ছিনিয়ে নিতে পারে বেস্ট পুরস্কারগুলো।

আর ক্যাডেটদের মানসিক বিকাশের জন্য অন্যান্য কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন হয় স্টাডি ট্যুর।

তারই ধারাবাহিকতায় গত ২৩ শে মার্চ বি এন সি সির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটুনটি ঘুরে আসলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক,গাজীপুর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -