বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামাভাবিপ্রবিতে বিশ্ব স্বাস্থ্য সচেতনার লক্ষে জেনেটিক মেপিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে বিশ্ব স্বাস্থ্য সচেতনার লক্ষে জেনেটিক মেপিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

 

সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সচেতনার লক্ষে জেনেটিক মেপিং শীর্ষক সেমিনার ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের এর উদ্যোগে সকাল ১০.০০ টায় আয়োজিত সেমিনার উদ্বোধন করেন সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। মূখ্য আলোচক হিসেবে আলোচনা  করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের আহবায়ক বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহকারী অধ্যাপক নিশাত আকতার। সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আছাদুজ্জামান শিকদার।

 

এসময় উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আছাদুজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক নিশাত আক্তার, প্রভাষক মুহাম্মদ মোসলেহ উদ্দীন, শারমিন আক্তার, ড. মোঃ জহিরুল ইসলাম ও মেরিনা আক্তার, এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষাতীবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -