সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ “থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত” এই মন্ত্রে ২০১৬ সাল থেকে পথশিশুদের নিয়ে কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন Come For Road Child(CRC) । এরেইমধ্যে সিআরসির শাখা বাংলাদেশের জেলা উপজেলা বিশ^বিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গত ১৫ জুলাই শনিবার কিছু তরুণ শিক্ষার্থীদের উদ্দ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন Come For Road Child(CRC) এর কার্যক্রম শুরু হয়। সিআরসি সেন্ট্রাল কমিটির সভাপতি রাসেল আহমেদ রাজু ও সাধারণ সম্পাদক হাসান আল সাহাবের উপস্থিাততে সিআরসি-মাভাবিপ্রবি শাখার কার্যক্রম শুরু হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ লিয়ন, সিআরসি- বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মোঃ রুবেল হাসান, মাভাবিপ্রবি শিক্ষার্থী সাইফুল মজমদার, রাহাত শিকদার, আরিফ হোসেন, সেব্বির রহমান রিফাদ হোসেনসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭০ জন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।