সাইফুল মজুমদার ,মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী রাগিব হাসান রানার উপর বহিরাগতদের অতর্কিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বহিরাগত ছাত্র কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় তারা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেন।
এছাড়া শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলনকারীরা কঠোর আন্দোলনে যাওয়ার ও ক্লাস বর্জনের ঘোষনা দেন। বুধবার বহিরাগত কয়েকজন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্তোষ বাজারে রানার উপর অতর্কিত হামলা করে বলে জানান প্রত্যক্ষ দর্শীরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয় । অবস্থার আরও অবনতি হলে তাকে ঐদিনই ঢাকা মেডিকেলে প্রেরণ করে দায়িত্বরত ডাক্তার।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।