সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ অবশেষে সত্যি হতে চলেছে মাভাবিপ্রবি টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের অনেক দিনের সপ্ন। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই বিভাগের এরই মধ্যে সাতটি ব্যাচ বি.এস.সি ইন্জিনিয়ারিং ডিগ্রি শেষ করেছে। এবং পাঁচটি ব্যাচ চলছে। এ অবস্থায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ বিভাগের জন্য গুরুত্বপুণ্য হয়ে উঠেছিল।
অবশেষে ১৬ জুলাই শুক্রবার ঢাকার উত্তরায় ফাল্গুনি ফুড ফিলেজে প্রথমবারের মত বিভাগের পুরাতন শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত ইফতার মাহফিলে আহবায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে মাভাবিপ্রবি টেক্সটাইল ইন্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, সুব্রত চন্দ্র দাস (১ম ব্যাচ), শাখায়েত আরেফিন ( ১ম ব্যাচ), আহসান সাঈদ (২য় ব্যাচ), আশিকুর রহমান (৩য় ব্যাচ), আশেক-ই-মোস্তফা (৪র্থ ব্যাচ), মোঃ মুশফিকুর রহমান (৫ম ব্যাচ), আসিফ বিন আজগর (৬ষ্ঠ ব্যাচ), মারুফ হাসান (৭ম ব্যাচ)। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক ছিল বেস্ট করপোরেশন এবং অমিত সরকার (সাবেক শিক্ষার্থী টিই বিভাগ, মাভাবিপ্রবি, ২য় ব্যাচ)।