ধনবাড়ী প্রতিনিধি : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের নিহত হয়েছে। তারা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মাইনুল ইসলাম (৩২) ও মোহাম্মদ আলী (২৭)। নিহতরা হলেন- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের হাসমত আলীর ছেলে মাইনুল ও একই ইউনিয়নের নলহারা আকন্দবাড়ি গ্রামের আতাব আলীর ছেলে আলী।
যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাইনুল প্রায় দশ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় ফার্নিচার ও ডেকোরেশনের কাজ করতেন। চলতি বছরের মার্চ মাসে তিন মাস ছুটি কাটিয়ে আবারও মালয়েশিয়ায় যান তিনি। এবং নলহারা গ্রামের আলী একবছর আগে বিদেশ যান ।
মাইনুলের ভাতিজা মঞ্জুরুল ইসলাম মিলন জানান, তার চাচার দুই ছেলে। একজন স্থানীয় হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র, অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে জহুর বাহরু জেলার মোয়া থানা এলাকায় লরির সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দু`জনের মৃত্যু হয়।