টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ আধা কেজি গাঁজাসহ রমজান আলী ওরফে রঞ্জু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রঞ্জু উপজেলার গোড়াই ইউনিয়নের আত্মারামপুর গ্রামের সাক্কু মিয়ার ছেলে।
মির্জাপুর থানার এএসআই সোহেল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় গোড়াই ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে রঞ্জুকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতের মাধ্যমে টাঙ্গাইলের জেল হাজতে পাঠানো হয়েছে।