নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার বিরুদ্ধে অনিয়য়ম দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন পরিষদের পাঁচ ইউপি সদস্য। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর তারা লিখিতভাবে তাদের অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন।
জানা গেছে, সম্প্রতি মহেড়া ইউনিয়নের দশজন সদস্য ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার বিরুদ্ধে কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার অপসারনের দাবি করে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের কাছে লিখিত আবেদন করেন।
তাদের আবেদনের প্রেক্ষীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্থা আহসান হাসিবকে প্রধান করে চার সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়। গত সোমবার তদন্ত সরেজমিনে এ বিষয়ে কাজ করেন। বৃহস্পতিবার অভিযোগকারী দশ ইউপি সদস্যের মধ্যে পাঁচজন তাদের অভিযোগ প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।
মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, অভিযোগকারী পাঁচ ইউপি সদস্য তাদের ভুল বুঝতে পেরে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করেছেন। আশা করি অচিরেই বাকিদের মানসিকতা পরিবর্তন হবে। তারাও তাদের অভিযোগ প্রত্যাহার করে নিবে বলে বিশ্বাস করি।