নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ঋণের দায় থেকে মুক্তি পেতো ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিরুপম রাহা (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে। সে এক কন্যা সন্তানের পিতা।
জানা যায়, নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণে জর্জরিত হয়ে পড়লে সদরের বাইমহাটী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকে। এক পর্যায় সে মাদকাসক্ত হয়ে পড়ে।
সোমবার দুপুরে সে বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় রেললাইনের উপর বসে থাকে। পরে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি একপ্রেস ট্রেনটি দুপুর সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছলে নিরুপম রাহা ওই ট্রেনের নিচে ঝাপ আত্মহত্যা করে। এতে দ্বি-খন্ড হয়ে যায়।
উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব ও নিরুপম রাহার চাচাতো ভাই সুজন কুমার জানান, নিরুপম আর্থিক অনটনে ঋণে জর্জরিত হয়ে মাদকাসক্ত হয়। কয়েকদিন আগেও তিনি তাকে কয়েক হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান। সোমবার দুপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ যায়। জানতে পেরেছি সে আত্মহত্যা করেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।