বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়মির্জাপুরে একই রশিতে স্বামী-স্ত্রীর সহমরণ

মির্জাপুরে একই রশিতে স্বামী-স্ত্রীর সহমরণ

 

টাঙ্গাইলের মির্জাপুরে একই দড়িতে ফাঁসিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাড়ি চালক রাশেদুল ইসলাম খান (২৪) ও তাঁর স্ত্রী সুমি বেগম (১৯)।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তারা দুপুরে বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা ঘরের ধরনার সাথে একই দড়িতে রাশেদুল ও সুমির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এলাকাবাসী জানায়, প্রায় চার মাস আগে রাশেদুল ও সুমি বেগম নিজেদের পছন্দে বিয়ে করেন। তাদের মধ্যে কোন প্রকার দাম্পত্য কলহও ছিলনা।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, দুইজনের মরদেহ ঘরের ধরনার সাথে একই দড়ির দুই পাশে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -