নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে শফিক (৩৪) নামে এক যুবক প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে।
তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য রোগে ভুগছেন। গত ৮ জুন সকালে সাড়ে ১০টার দিকে তার খালাতো বোন উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামে যেতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি।
এ ঘটনায় তার বোন খাদিজা বেগম মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শফিকের মামা নয়ন মিয়া জানান, তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, পুলিশ তাকে খোজে বের করার চেষ্টা চালাচ্ছে।