মির্জাপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা বেগম করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার বিকেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এ তথ্য এমপিপুত্র তাহরীম হোসেন সীমান্ত নিশ্চিত করেছেন।
এমপিপুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত বাবা-মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।