শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে কাজ শেষে বোনের বাড়ি যাওয়ার পথে লাশ হলেন নির্মাণ ঠিকাদার

মির্জাপুরে কাজ শেষে বোনের বাড়ি যাওয়ার পথে লাশ হলেন নির্মাণ ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বিল্লাল চৌধুরী (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের ঠিকাদারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিল্লাল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ঠিকাদার বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার বাইমহাটি এলাকায় তার নির্মাণাধীন সাইট থেকে রশিদ দেওহাটা গ্রামে বোনের বাড়ি যাওয়ার সময় বাওয়ার কুমারজানী পূর্বপাড়া পৌঁছালে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এ ঘটনায় মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুজন লোক পাঠিয়েছি। পরে জানতে পারি ঘটনাস্থল থেকে স্বজনরা আগেই তার মরদেহ নিয়ে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -