শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 মির্জাপুর উপজেলার মির্জাপুর এস, কে প্রাইল্ট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা প্রায় ১১টার দিকে  বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান(বাবুল), স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সদস্য মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা,ছাত্রলীগ নেতা তাহরিন হোসেন সীমান্ত প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেনন
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -