বুধবার বিকেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাজিদুর রহমান, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য রিফাত খান, লতিফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব হোসেন, গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের (পশ্চিম) যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সহ প্রমুখ।
বক্তারা শিবিরের এ ধরণের কর্মকাণ্ড বন্ধের হুঁশিয়ার করেন। এর আগে সকালে পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।