মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়। শনিবার বিকেলে জামুর্কী ইউনিয়ন অফিস থেকে নবনির্বাচিত সভাপতি আলতা হোসেন এর নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি পাকুল্লা বাজার প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসে সামনে এসে শেষ হয়। এরপর নেতাকর্মীদের নিয়ে কেক কেটার মধ্যেদিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মাহমুদ বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করে জন্ম নেন জয়। দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।