মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ৪ ঘন্টা পর যান চলাচল শুরু

মির্জাপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ৪ ঘন্টা পর যান চলাচল শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে আহত এক। ভোর পৌনে চারটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বিকল ট্রাকের সাথের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন ও সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় চার ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেভেল ক্রসিং এলাকা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল শুরু হয়। এদিকে যান চলাচল শুরু হলেও দুর্ঘটনাজনিত কারণে ধেরুয়া রেল ক্রসিং এলাকার উভয় পাশে ১০ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেভেল ক্রসিং এলাকা পাড় হচ্ছিলো । এসময় ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয় হয়। এতে বিকল ট্রাকের পিছনে থাকা অপর একটি ট্রাকের হেলপার গুরুত্বর আহত হয়। আহতকে উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রেনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রেল লেভেল ক্রসিং এলাকায় আটকে পড়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচলও সড়কপথে যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধারকারী একটি ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিলে প্রায় ৪ ঘন্টা পর যান চলাচল শুরু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -