বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeবিবিধমির্জাপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মির্জাপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোতালেব হোসেন (৩০) নামে এক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে। মোতালেব মির্জাপুর সওদাগড়পাড়া গ্রামের জসিম সওদাগড়ের ছেলে। শনিবার রাতে পুলিশ সওদাগড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানান, গত ১২ জুন ১২/১৫জনের একটি ডাকাতদল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পোষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় টহল পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতের সর্দার ইন্দ্র মোহন রাজবংশী গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ডাকাতদলের সদস্য মোতালেব হোসেন পলাতক ছিল। শনিবার রাতে মোতালেব বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে মির্জাপুর থানার এসআই নুরমোহাম্মদ জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -