সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে তিনটিতে আওয়ামী লীগ, দুইটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

মির্জাপুরে তিনটিতে আওয়ামী লীগ, দুইটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

টাঙ্গাইলের মির্জাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শুরু হবার পর থেমে থেমে বৃষ্টি হলেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়া মত। কোনো অপ্রিতিকর ঘটনা ছাড়াই সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত লতিফপুর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন, ভাওড়ায় ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মো. আমজাদ হোসেন, আজগানায় ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম সিকদার, তরফপুর ইউপিতে বিএনপি প্রার্থী সাইদ আনোয়ার ও ফতেপুর ইউনিয়নে ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মিয়া বিজয়ী হয়েছেন। এছাড়া বহুরিয়াত ইউপিতে বিএনপি প্রার্থী আব্দুস ছামাদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -