মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে তিন শহীদ মিনার উদ্বোধন

মির্জাপুরে তিন শহীদ মিনার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল, আনাইতারা ও উয়ার্শী ইউনিয়নে নবনির্মিত তিনটি শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ শহীদ মিনার তিনটির উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, তিন ইউপি চেয়ারম্যান যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, আবু হেনা মোস্তফা কামাল ময়নাল ও মাহবুব আলম মল্লিক হুরমহল উপস্থিত ছিলেন।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমি স্কুল প্রাঙ্গণ, আনাইতারা ও বানাইল ইউপি চত্বরে শহীদ মিনার নির্মাণ করা হয়।

মির্জাপুর ইউএনও হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে শহীদ মিনারগুলো নির্মাণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -