নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে এ.এন.বি-২ ইটভাটার বিষাক্ত গ্যাসে ধান ঝলসে যাওয়া নষ্ট ধানের ক্ষতিপূরণ হিসেবে মোট ৩ লক্ষ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা পেলেন ক্ষতিগ্রস্থ ৫১ কৃষক।
উল্লেখ্য যে, গত ২৮ শে এপ্রিল উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে অবস্থিত এ.এন.বি ইট ভাটার ছেড়ে দেওয়া বিষাক্ত গ্যাসের তাপে নিকটস্থ প্রায় ১৬ একর জমির ধানক্ষেতের ধান ঝলসে যায়। পরে এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ৫ মে বহুরিয়া ইউনিয়ন পরিষদে ভাটা মালিক পক্ষ, ক্ষতিগ্রস্থ কৃষক, চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় অন্যান্যদের সমন্বয়ে কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
এর আগে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তোফায়েল হোসেন কর্তৃক ক্ষতিগ্রস্থ কৃষি জমি চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্থ কৃষকদের নামের তালিকা তৈরি ও ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক তারা মিয়া তার প্রায় ১০০ শতাংশ ক্ষতিগ্রস্থ ধান ক্ষেতের বিপরীতে ৩৬ হাজার ৪ শত টাকা পেয়েছেন বলে জানান। এছাড়াও শতাংশ প্রতি ৩৯০ টাকা হারে ক্ষতিগ্রস্থ কৃষক বাছেদ মিয়া, হাবেজ উদ্দিন, আওলাদ হোসেনসহ বাকি অন্যান্যরাও টাকা পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।