বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে নিজ ঘর থেকে বিধবা নারীর লাশ উদ্ধার

মির্জাপুরে নিজ ঘর থেকে বিধবা নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: মির্জাপুরের বাঁশতৈল পশ্চিমপাড়া নিজ ঘর থেকে সখিনা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর আগে ওই নারী তালাকপ্রাপ্ত হয়ে দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।মেয়ে দু’জনের বিয়ে হওয়াতে প্রবাসী ছেলের বউ নিয়েই ওই বড়িতে থাকতেন তিনি।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২ টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত সখিনার মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করে নাই। ওরে মারা হইছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

স্থানীরা জানায়, ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে যাওয়াই গতকাল রাতে সখিনা বাড়িতে একা ছিলেন। এই সুযোগ নিয়ে হয়তো কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -