মির্জাপুরে পৌর কাউন্সিলর মাসুমসহ গ্রেপ্তার ৯

0
150

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অপরাধে মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুম সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মির্জাপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুম, বাইমহাটি গ্রামের মান্নান মিয়ার ছেলে ইমন (২০), সদরের ইউনিয়ন পাড়ার আনিসুর রহমানের ছেলে হাবিব (২৬), মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের বদর উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫), সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিএনবি কলনীর আলাউদ্দিনের ছেলে আল আমিন (১৯), ক্যাডেট কলেজ এলাকার এনামুল হকের ছেলে মাসুদ (২৫), সরিষাদাইড় গ্রামের জগেন্দ্র নাথের ছেলে জগদীস, পাহাড়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্বাস মিয়া (৪২) ও বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান মিয়ার ছেলে মিজান (৩৮)।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।