টাঙ্গাইলের মির্জাপুরে গুম খুন, সন্ত্রাস,জঙ্গীবাদ,নাশকতা,বাল্যবিবাহ ও মাদক বিরোধী জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার(১৩সেপ্টেম্বর)ফতেপুর বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ।
সেই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন,মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম,মোজাহিদুল ইসলাম মনির,মির্জাপুর থানার (ওসি)এ,কে,এম মিজানুল হক মিজান প্রমূখ।