বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি

মির্জাপুরে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি আলাদা আলাদা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচি নেয়ার পর নেতাকর্মীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ পৃথক ভাবে দুই গ্রুপে চালিয়ে যাচ্ছে। গত এক মাস আগে থেকে উপজেলা বিএনপি মির্জাপুরে ওয়ার্ড ভিত্তিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূিচ শুরু করে।

দীর্ঘ এক মাসেও উপজেলা বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপিকে আমন্ত্রণ না জানানোর কারণে গত রোববার থেকে পৌর বিএনপি পৃথক ভাবে সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ শুরু করেছে বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।

অপরদিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম নয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা ও পৌর কমিটি দুটি আলাদা ইউনিট। পৃথক কর্মসূচি পালন করায় কোন বাধা নিষেধ নেই। এর চেয়ে বেশি কিছু বলতে পারবেন না বলে তিনি জানান।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -