রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মির্জাপুরে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

মির্জাপুরে অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদসহ রনজিৎ সাও (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২’র সদস্যরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের কাঁচা বাজার রোড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। রনজিৎ পৌর সদরের কালীবাড়ি রোডের মৃত লক্ষণ সাও’র ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর ডিএডি শাকিবের নেতৃত্বে রনজিৎ সাও’র ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদ ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এসআই মো. ফারুক জানান, রনজিৎ সিডি ক্যাসেটের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। রণজিতের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -