শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeখেলাধুলামির্জাপুরে মাদক বিরোধী ফুটবল

মির্জাপুরে মাদক বিরোধী ফুটবল

মির্জাপুর প্রতিনিধি: খেলাকে ‘হ্যা’ বলি, মাদককে ‘না’ বলি এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মির্জাপুর সরকারি কলেজের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে মির্জাপুর পৌর সিনিয়র একাদশ দল ও পৌর জুনিয়র একাদশ দল অংশ নেয়। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, মোঃ ফারহানুল ইসলাম ও সহকারি হিসেবে ছিলেন, জোবায়ের ও জয়। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে সিনিয়র দল ০১ গোল এবং জুনিয়র দল ০২ গোল এগিয়ে থাকে তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ২ দলই ০৩-০৩ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।

তবে দ্বিতীয়ার্ধে কোনো দল গোল না করতে পারলে খেলার নির্ধারিত সময় শেষে ট্রাইবেগারের মাধ্যমে খেলা হয়। এতে পৌর জুনিয়র একাদশ দলকে ০২ গোলে পিছিয়ে খেলায় বিজয়ী হয় পৌর সিনিয়র একাদল দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার/ট্রফি তুলে দেয়া হয়।

মির্জাপুর ফুটবল দলের সাবেক অধিনায়ক খেলোয়াড় কাউসার হোসেন চপলের (সিনিয়র) জন্মদিন ও ফাইনাল খেলা উপলক্ষে আনন্দ ভোজের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -