টাঙ্গাইলের মির্জাপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শহরে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে মুক্তির মঞ্চে সমাবেশ করে।
সকালে উপজেলা চত্বরের মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কাজ শুরু করা হয়। পরে উপজেলার পত্যান্ত অঞ্চল থেকে আসা কয়েক হাজার যুবলীগ নেতাকর্মী একটি র্যালি বের করে।
উপজেলা যুবলীগের আহবায়ক শামিম আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, আওয়ামী লীগ নেতা সরকার হিতেস চন্দ্র পুলক, জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন প্রমুখ।
বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। পরে নেতাকর্মীরা ৪৫ পাউন্ড এর একটি কেক কাটেন।