নিউজ টাঙ্গাইল ডেস্ক: দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস্ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এসে পৌছালে কুমুদিনী কর্তৃপক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন হাইকমিশনার।
এরপর ভারতেশ্বরী হোমসে পৌছালে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেয়। ভারতেশ্বরী হোমসে অনুষ্ঠান শেষে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের নব-নির্মিত আটতলা ভবন উদ্বোধন করেন। পরে কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ এবং সবশেষ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি পরিদর্শন করেন তিনি। এটি তার ব্যক্তিগত সফর ছিলো বলে জানিয়েছেন কুমুদিনী কর্তৃপক্ষ।
সে সময় উপস্থিত ছিলেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, কুমুদিনী হাসপাতালের জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিক প্রমুখ।