রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে রবিদাস সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন

মির্জাপুরে রবিদাস সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে সুখিয়া রবিদাসকে (৩০) ধর্ষণ ও পিটিয়ে হত্যাকারী শাইলুসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মির্জাপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি গোপাল রবিদাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার তিন ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক শিব পদ ঘোষ প্রমুখ।

পরে তারা মির্জাপুর বাজারে মৌন মিছিল বের করে। এই প্রতিবাদের সঙ্গে মির্জাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ একাত্মতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন যথাক্রমে কমিটির সভাপতি স্বপন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা নন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -