টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে কাল। গত ১৬ এপ্রিল ওই ইউনিয়নের নির্বাচনে দুই নারী প্রার্থী সমান ভোট পাওয়ায় এ নির্বাচন হবে বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
জানা গেছে, তরফপুর ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর আসনে রোকেয়া বেগম, শিমা আক্তার ও নিলুফা বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে রোকেয়া বেগম ও শিমা আক্তার ১ হাজার ৯৭৮ ভোট পান। নিলুফা বেগম পান ৪২২ ভোট। এছাড়া ২৬৩ ভোট বাতিল ঘোষণা করা হয়।
তরফপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও মির্জাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সংরক্ষিত ১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় মঙ্গলবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ওই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এতে তিন ওয়ার্ডের ৬ হাজার ১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ওই ইউনিয়নের তরফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রহমানের চালা, তরফপুর পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তরফপুর আশ্রায়ণ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
আজ সোমবার কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ব্যালট পেপারসহ নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছানো হবে বলে তিনি উল্লেখ করেন।