মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়মির্জাপুরে সংরক্ষিত নারী আসনে পুনঃনির্বাচন কাল

মির্জাপুরে সংরক্ষিত নারী আসনে পুনঃনির্বাচন কাল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে কাল। গত ১৬ এপ্রিল ওই ইউনিয়নের নির্বাচনে দুই নারী প্রার্থী সমান ভোট পাওয়ায় এ নির্বাচন হবে বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।

জানা গেছে, তরফপুর ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর আসনে রোকেয়া বেগম, শিমা আক্তার ও নিলুফা বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে রোকেয়া বেগম ও শিমা আক্তার ১ হাজার ৯৭৮ ভোট পান। নিলুফা বেগম পান ৪২২ ভোট। এছাড়া ২৬৩ ভোট বাতিল ঘোষণা করা হয়।

তরফপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও মির্জাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সংরক্ষিত ১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় মঙ্গলবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ওই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এতে তিন ওয়ার্ডের ৬ হাজার ১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ওই ইউনিয়নের তরফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রহমানের চালা, তরফপুর পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তরফপুর আশ্রায়ণ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

আজ সোমবার কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ব্যালট পেপারসহ নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছানো হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -