নিউজ টাঙ্গাইল ডেস্ক: মির্জাপুরে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২ 0 SHARES সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদরের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজনু মিয়া (৩০) ও বাসের সুপারভাইজার পাবনা সদরের মহিরুল ইসলাম বিদ্যুৎ (৫২)। টাঙ্গাইলের সিনিয়স সহকারী পুলিশ সুপার (মির্জাপুর ও নাগরপুর সার্কেল) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।